এই সেদিন শেষ শ্রাবণ দিনে
হঠাৎ তোমার নামটা উঠল ডেকে।
ফিরে তাকালাম সাধারনভাবে,
ভাবিনি কবু-
এই চেহেরাটা বড় অসাধারন হবে।


ধীরে ধীরে মাস ছয়েক পরে,
হঠাৎ কোন এক মাঘের রাতে
প্রবাস সময়ের ক্লান্ত প্রাতে
মনের কোনে আবেগ স্নানে
তোমায় পেলাম খুজে।


তখনো মনের অঙ্কুরে
বুজিনি কি নব জন্ম
উঠিছে বপনে।


আরো কিছুদিন পরে,
বৈশাখী ঝড়ে
জানালার সম্মুখে
তোমার সোনালী বদন
যেন বিজলীতে ভেসে উঠে।


বোঝাতে চেয়েছি,
হয়ত বোঝাতে পেরেছি।
বুঝতে চাওনি,
তাই জোড় খাটাইনি।


বিব্রত হও কখনো চাইনি,
তাই ভালবাসাটা প্রকাশ করি নি।
দেখতে দেখতে মাঝে বেশ সময় হল পার,
জানিনা কবু দেখা হবে কি আবার।


শুধু শেষ বিদায়ের কালে
এতটুকু নিবেদন রেখ মনে,
সুখে তুমি ভালোই থেকো
দু:খে আমায় স্মরণ করো।


নতুন জীবনের নব বারতা
নতুন মানুষ নতুন যাত্রা
চির কালের চির শুভেচ্ছা।