সেদিন গিয়েছিনু নিরালায়
দূর বাতায়নে সমীক্ষায়
পূবালী বাতাস আর রূপালী জোছনা
কিংবা কলতান সাথে ঐকতান


ভেজা শিশির গালিচা তিমির
নির্জন ক্ষন নির্লিপ্তি গগন
মনের আকুলতা পাওয়ার ব্যকুলতা
মিশিছে কোথা কেই বা সে হোতা?


জানিনে এ কোন সুভাস
পারিজাত আভাস
আসিছে ভাসিয়া এ মন রাঙ্গিয়া
ভুলিছে তাতে দুলিত হিয়া


নিশিতে ঝি ঝি করিছে কিচি
কি হেতু চিত্ত উদাসে মত্ত
কেন এই মন চঞ্চল ভিষন
আবেগি দোলাতে দুলিছে মগন


হঠাতি কেন হইবে এন
শুনিছে না ডাক
হয়ে কোন প্রপাত
ছুটিছে কোথা না ভাবিয়া যেন


তবে কি মন হারিয়েছে ক্ষন
এ কোন তৃষিত দেখিছে নয়ন
বারে বারে ফিরি চিত্তহারি
তোমাতে প্রিয়া আসিব ফিরি।