একুশের ললাট চুমি,
হে মাতা বঙ্গভূমি।
বায়ান্নর পদ স্পর্শী,
হে প্রিয় মাতৃভুমি।


সেদিন ফাগুনের শিমুল আগুনে
কোকিলের সুঁর হারাল সুদুর।
পিশাচ ওরা মূর্খ অতিশয়,
তাইতো ঘাতক আজ পরিচয়।


আমার ভাইয়ের রক্ত মাখা
একুশ দিনের ছবি আঁকা।
রফিক শফিক বরকতেরা
জান দিয়ে মান রাখল তারা।


বাংলা আমার প্রাণের ভাষা,
বাংলা আমার মায়ের ভাষা।
সেই ভাষা আজ লুন্ঠিত প্রায়,
বায়ান্ন তাই নিরবে কাঁদায়।


রক্ত দিয়ে ভাষা পেলাম,
রক্ত দিয়ে স্বদেশ।
বাংলা আজো লাঞ্চিত কেন,
আবেগ নিরুদ্দেশ।


বাংলা বুলিতে লজ্জা মোদের,
বিলেতিতে গর্ব।
বিলেতিতে আধুনিকতা
বাংলা করে খর্ব।