এসো প্রিয়,ভুলি সকল পুরনো দুঃখ-ব্যাথা,মান অভিমান,
হাতে হাত রেখে নতুনেরে করি বরণ,গাই সুখের গান।


এস আজ তবে শিশির ভেজা ঘাসে একসাথে চলি দু'কদম,
চোখে চোখ রেখে পদ্মদিঘীতে সাঁতরে করি পরিভ্রমণ।


এস আজ নাহয় হলুদ গাঁদা ফুল হয়ে ফুটি,
সুগন্ধ সুরভীতে কুয়াশা চাদরে হয়ে রই মাখামাখি।


এস প্রিয় স্নিগ্ধ আবেশে জোছনা স্নাত হই,
ঊষাদয় কালে লাল মেঘের ঢালে আকাশে ভেসে রই।


চল আজ যত বাগিচা শত বৈকালিক ভ্রমণে,
গোধুলী প্রাতে মিলি আবেগে পরম সূর্যাস্ত ক্ষণে।


এস আজ নুতনের কেতন উড়াই গগন পানে ধেয়ে,
পুরোনো চির থাক স্মরণে শিক্ষকের মান নিয়ে।