চৈত্র মাখা দাবদাহ
বিলীন হল ঐ
বর্ষা শীতের আমেজ
যেন মিলে হল সৈ


আজ অঝোরে বাদল ঝরে
আকাশ যেন কান্না করে
মেঘের বোঝা বইতে নারে
বারিধারা বর্ষন করে


ওই সবুজে পত্ররাজি
কত কাব্য বসে রচি
আম্র মুকুল উঠে দুলি
নব বার্তায় হিয়া খুলি


আজ আমারি আপন করি
ধন্যি বিধাতা জনম ধারি
এমন দেশেরি সন্তান ফিরি
গর্বে হিয়া উঠে ভরি।