আজ যেথা মন হারাতে চায়
যে পানে হিয়া উদাসী হয়
যেথায় আমার সিক্ত তনু
কাব্য রচে বাজিয়ে বেনু
সখী, সে পানে চল চলিয়া যাই
আকাশের পানে মেঘ জমেছে
বাদল মেঘের খেয়া ভেসেছে
বিজলি ডঙ্কা ঘোর বাজিছে
বৃষ্টি নাচন জাপিয়া বসিছে
সখী, চল সে নৃত্য কদম দোলাই
আজি রাঙ্গা মন যেন হারিয়ে বাধন
গীতিকাব্য গাহিয়া স্বপন
হেন তৃপ্ত না হয় কারন
দাপিয়া চলেছে করিতে নিবারন
সখী, চল সে স্বপনের বুনন গাঁথিয়া বেড়ায়।