কষ্টটা শারীরিক, সাথে মানষিক
দিনটা স্বাভাবিক, আমি কি তাই?


সময় বয়ে যায়, আমি তাল মেলায়
হাসিটা থেকে যায়, মনটা কেঁদে যায়
তুমি অনেক দূরে, তবু কাছে মনে হয়
তুমি নিরুদ্দেশ, তবু যেন সব কিছু জানা হয়


ভাবি চলে যাব, তবু থেকে যাই
কিছুই নেই, তবু অদৃশ্য মায়াই
আর কত পথ, নাকি তা অনন্ত
চলেছি একা, এখন আমি ক্লান্ত


সাথী অনভিপ্রেত, তবু আবেগী টান
এই যেন বেসুর, তবু ধরে গান
কোথাই বা আমি, কেনই বা তুমি
সব কিছু ধাঁধা, গোলক ধাঁধা।