যখন থমকে গিয়েছিল সভ্যতা
বর্বরতা ছেয়েছিল চারপাশ,
নাথের নামে আনাচার সবে
সফল হয়েছিল কখন কবে।


বারবার ধরাকে জ্ঞান করিল সরা
নিজেরি স্বার্থে পরকে বলি করা।
অপরের দুর্বলতা পুঁজি করে
আপন ক্ষমতা লভিতে ত্বরে।


প্রভু হাসে আপন হরসে
কি জাতী মম সৃষ্ট সরসে
আপনারে লয়ে কত স্বার্থ রচে
ঢের ভাল ওই পশুকুল
থাকে সদা চিরকৃতজ্ঞে।


কর্ম বেঁচে খাও হে মানুষ
ধর্ম বেঁচে নয়।
নাথের কৃপায় সেজদায় পরো
ক্ষমতার দাপটে নয়।


মহাপ্রলয়ের রোজ কেয়ামতে
না রবে গোপন কাড়ো হাতে।
সেদিনের ভাবনা ভাবোরে মন
করিয়া নিজের আত্মশোধন।


ধর্মে ধর্মে নাই কোন বিভেদ
বিভেদ সবি আপন মনে।
মানুষের মাঝের তাঁহার আবাস
বলিয়াছেন সকল গুণিজনে।