জলকনা হয়ে দূর মেঘের দেশে
ভেসে থাকি আমি মেঘ সেজে।
অপেক্ষায় ভেসে বেড়ায়
কখন তুমি ডাকবে আমায়।
শূন্য আকাশে ভেসে ভেসে
কালো বধনে বজ্র গর্জন,
বৃষ্টি হয়ে ঝরে পড়া।
অহে নদী একবার তুমি থামতে যদি
না বয়ে আমাকে রাখিতে বাধি,
সাগর মাঝে না হারিয়ে আমি
থাকিতাম চির নিরবধি।