ওই দেখ ওই আকাশে কাজল মেঘের খেলা
ঐ শুন ঐ বাজিছে আজ তীব্র বজ্র ডঙ্কা
কাল বৈশাখী অবয়ব দেখি মনে বড় শঙ্খা
পবন যেন করিবে দহন উড়াইবে আজি লঙ্কা
বৃষ্টির নুপুর ছন্দ মনে দেয় দোলা
ওহে প্রকৃতি মাতা তব মাঝে যত খেলা
আজ প্রকৃতি যেন নব জাগরনে উঠে জাগি
পত্র পল্লব যেন সবুজে উঠিল সাজি
নদী যেন আজি ফিরিছে আপন রাজে
কদম  কুড়িও আজি পেয়েছে নব প্রান
মহা সমারহে বাজিছে আজ বৃষ্টির নব গান।