যদি তুমি আকাশকে বুঝ
তবে তুমি তার উদাসীনতাকে খুজে নিও
যদি তুমি মেঘের ভেসে বেড়ানো দেখ
তবে তুমি তার ছন্নছাড়া মনকে খুজে নিও
যদি নিরবধি পাহাড়ী ঝর্ণার ঝড়ে পরা দেখ
তবে তুমি তার কান্নাও বুঝে নিতে পার
যদি তুমি সাগরের গর্জন শুনে থাক
তবে একবার তার আর্তনাত অনুভব করে দেখ
পাখিদের সুমধুর কলতানে যদি তুমি মুগ্ধ হও
তবে তার মাঝে লুকিয়ে থাকা বিরহের খোজ কর
বাবুই পাখির নিরন্তর বাসা বোনা যদি তোমার ভাল লাগে
তাতে লুকিয়ে থাকা অনুপ্রেরণাকে আলিঙ্গন কর
যদি তোমার খাঁচায় বন্দী পাখিটি তোমাকে বিনোদন যোগায়
তার মুক্তির আকুতি তার চোখে খুজে নিও
যদি তুমি তোমাকে জানতে চাও
তবে নিজের মাঝে নিজে একবার ঘুরে এস।