ক্ষন আজ এল অবশেষে
তুমি আমি পাশাপাশি বসে
সম্মুখ পানে বিস্তির্ন সমুদ্র তটে
জোছনা স্নাত এই রূপালী রাতে।


শরৎ শিশিরে ভেজা বালিয়ারির বুকে
রানী হয়ে বসে আছ যেন,
বাসন্তি শাড়ি অঙ্গে জড়িয়ে


আলতা রাঙা পায়ে পায়েলের সুরে
নিক্কন বাজিছে যেন  চারিদিক ঘুরে ঘুরে।


কাজল আঁকা আখি জোড়া তোমার
সাগর মাঝে হারিয়ে যেতে  চায়
কি যেন বার বার খুঁজে ফেরে
ওই দূর দূরান্তের নীল নীলিমায়


সাগর হতে পাগলাটে ঢেউ
তোমার পায়ে শ্রান্তিতে মিলায়।
পাগল করা বাতাসের দোলায়
তোমার খোলা চুল
এলোমেলো ছন্দে হারায়।


কতটা কাছে আজ আছি বসে
হয়ত কিছু দূরতের অভিসার
মনের মাঝে দূরত্বের মাপ
হয়ত একেছে বিস্তির্ন ছাপ।


উদাস ভাবে তোমার চেয়ে থাকা
চাঁদের জোছনার চাদরে মুড়িয়ে
হাতখানি তব চাইছে কি পেতে
জড়াতে আমার হাতের স্পর্শে।


একটি কথাও হয়নিকো বলা
তবু যেন কথা বন্যায় ভাসছি
একবারো ছুয়ে দেখা হয়নি
তবু যেন মিশে আছ।