একাকী বসে অলস দুপুরে
আনমনে ঐ জানালার কোনে
নিরালায় উদাসী দৃষ্টির সীমানায়
খুজে ফিরি প্রিয়া
তোমাকে আমার স্মৃতির পাতায়।


ভাদ্রের খরা তাপে
কিংবা হঠাৎ মেঘের ভেলায়
অথবা আচানক কিছু বৃষ্টি ফোটায়
খুজে ফিরি সখী
তোমাকে সকল প্রকৃতির মায়ায়।


পূর্ণিমা চাঁদ আর জোছনাভরা রাত
ভরা যৌবনা নদী সাথে তার ঢেউ
মায়াবী হাওয়ার উরন্ত ছোয়ায়
খুজে ফিরি রমনী
তোমাকে আবেগী খেয়ায়।


জানি এই খুজে ফেরা
কিংবা কল্পনার ক্যানভাসে
স্বপ্নের মিথ্যা ছবি আঁকা
আলেয়ার খোজে সময় ক্ষেপন করা
তবুও এই ক্ষেপন
হয়ে উঠুক ভালবাসাময় উৎযাপন।