হঠাৎ লোহিত রবি,
পূবের আকাশে দিয়ে উঁকি।
হিমেল বাতাসের ছোয়ায়,
পাখিদের কলতান মায়াই,
ভোর হয়ে রাত দিল বিদায়।


চমকিত হিয়া হচকিত দৃষ্টি,
কুয়াশার চাদরে শিশির বৃষ্টি,
ভেবে ভেবে পার উত্তর তোমার,
প্রশ্নটা ছিল, কেন এমন হল?


নিশিত বিদায়ে ভোরেরো দুয়ারে,
খুজিয়া ফিরি উত্তর তাহারি,
চারিধার দেখি বারে বারে ফিরি,
কোন কুল না করিতে পারি।


অবশেষে সখী ওই ঝর্ণা পানে ফিরি,
উত্তর যেন তার গর্বে আধারি,
সব কেন এর উত্তর নাহি হয়,
যেমন সব ঝর্ণা নদী নাহি বয়।