নীরব থাকার কত শত চেষ্টা
নিজেকে নিবৃত রাখার তরে
কত কি অযাচিত পদক্ষেপ।


কিন্তু কতটা দূরে যেতে পেরেছ!


নিজের আবেগের লাগাম টেনে
কতটা নিজেকে সরিয়ে রাখতে পেরেছ!


আজ প্রশ্নটা বুঝি করায় যায়,


কতটা দূরত্ব গেলে পূর্বের চেয়ে
আরো সুক্ষ্মাতীতভাবে ফিরে আসা যায়!


উত্তর চাই না-


শুধু একটা বিশেষ বার্তা
বৃত্তাকার রাস্তার শুরুর প্রান্তে
ফিরে আসতেই হয়
যতই মিলাক দিক ভ্রান্তে।


রাস্তাই যদি গোল না হয়
প্রত্যয়িত ক্ষণগুলো মিছে হয়ে রয়
অপেক্ষা তব তরে
চির নিদ্রারও পরে।