মধু পূর্নিমার শুভক্ষণ
পবিত্র পূন্য তিথি আজ।
তাই কত শত আয়োজন
কতভাবে সেবিছ নাথের চরণ।


আজ ভগবানের আরাধনায় মত্ত
উপবাস আর পূন্য আত্মায় উন্মত্ত।
সবাই জানে তুমি তোমার তরে প্রার্থনায় রত
আমি জানি তুমি শুধু আপন ভুলিয়া
সবার শান্তি সুখের প্রার্থনায় রত।


হে ঈশ্বর তুমি সর্বজান্তা সর্বব্যাপী
আমি এক অতিক্ষুদ্র পাপী।
আমার আজ জিজ্ঞাসা জাগে মনে
তার মনের খোরাক কি মিটিবে না জীবনে?


হে নাথ তুমি দেখ চেয়ে
আপনারে সে প্রতিদিন মারে
জীবিত রহে পরের তরে।


আজ তাহার হয়ে প্রভু আমি সুধায় তোমারে
মোদের মিলায়ে দাও সাদরে।
সে বিনা মোর অসম্পূর্ণ জীবন
কি হেতু তব করিব সাধন!


হে প্রিয়া ঈশ্বর আছেন সত্য
তিনিই সকল প্রেমেরি কর্তব্য।
না ভাবিয়া ভিষন অতিব গোপন
প্রেমেরি গীত চল করিব রচন।