ওই চাঁদের আলোয় ছড়ানো পূর্ণিমা
মেঘেরা যদি কবু ঢেকে দিতে চায়
অমাবস্যাতিথি বলে নাম হবে না সে রাত।


পূর্নিমার চাঁদটা যদি আড়ালে থাকে
তার প্রতিক্ষা বহুগুন বাড়ে।


প্রকৃতির চিরন্তন আবর্তন
মিথ্যা হয় না কবু,
হয়ত বা দেখার ভুলে আমরাই
হয়ে পরি কাবু।


তুমিও সে চাঁদ যাকে আড়াল
করেছে সমাজ নামক মেঘ।


জানি না তা কাটবে কিনা
তবে তুমি অসম্পূর্ন
মনে রেখ আমি হিনা।