পুরুষ তুমি যদি হও
তবে তোমার পৌরুষকেক জাগাও
যাহাতে তোমার ছায়ায় নিশ্চিন্ত থাকে
তোমার পরিবার প্রতিবেশ


পুরুষত্ব শুধু সন্তান জন্ম দান নয়
যদি তাই হয় কুকুর তোমার চেয়ে যোগ্য অতিশয়


তোমার দৃষ্টি হবে সদা ত্যাজী
লোলুপতা সেথা থাকিবে না রাজী
তোমার পরেতে প্রেম উঠিবে জাগি সবার
ঘৃণার অনল বাস্প করি পরিহার


যে নারী তোমাতে জন্ম দিল
সে নারী তোমারে ভাই ডাকিল
সে রমনী হয়ে ঘরনী
তোমারে পিতার মর্যাদা দিল


তুমি তারি তরে হীন অবিচারে
কি হেতু অত্যাচারে মাত অভিসারে
লজ্জা তব তরে ধিক যত পারে
এমনি আয়োজনে নিজেরে প্ররোচনে


চল মিলি ভাই শপথ করিয়া তাই
নারী সম্মানে আজি আপন হইয়া যাই
মা মেয়ে স্ত্রী যেন সাক্ষাৎ  জগদ্বাত্রী
তাদের নিরাপদে আমরা সহযাত্রী