শুনো স্নিগ্ধা নীলাঞ্জনা,
আজ বহুকাল গত হল-
যে সময় তোমাতে আমি,
কিংবা আমাতে তুমি
আপনাতে আপনি-
যেমন ফুলেতে সুরভী
প্রথম মিশেছিল।


মনে পড়ে সেই ক্ষন,
নিজেকে ভুলিয়া মন-
অচেনা এক বদন,
করিয়া আপন-
স্বপনে বিভোর
তোমাতে হারিয়েছিল।


আজো তুমি স্বপ্ন,
আপনাতে মত্ত।
সেদিনের সবি আজ অতীত,
তুমি আমি অনভিপ্রেত।


ভালবাসা আজ জাদুঘরে
প্রেম আজ কাদিয়া মরে।