আজ অনেক দিনের পরে
দেখিলাম সেই বন্ধু নিরেনটাকে
সাথে তার অর্ধাঙ্গিনী সাথী
সেও প্রিয় বান্ধবী নাম- কুহেলী


কিছুটা অবাক হয়েছি বৈকি
যখনি তাদের পানে দেখি
আবার হেলায় হাসিয়া উড়ায়
ভুলিবারে মন পাথারে লুকায়


সে মাধ্যমিক হতে শুরু
যখন নিরেন আর আমি
বড় মাখামাখি


মাধ্যমিকে কিছুটা ব্যবচ্ছেদ
নিরেন বেটা এক বিষয়ে ফেল
একদিন হঠাৎ আমাকে সুধায়
হে রে টঙ্কেশ
কাজ করে দেতো ভাই বেশ


আমি জিজ্ঞাসী বল হতকছাড়া
কি করিতে হবে হয়ে আত্মহারা
ও আর তেমন কিছু নয়
অনুজরে মোর পাঠ দিতে হবে তোর


নয়া নয়া কলেজ চাপিনু
মাষ্টার ভাবিতে গর্বে সপিনু
একবাক্য হ্যা করিয়া কহিনু
তুই বলিলে না কি করে বলিনু


মনেরমত ছাত্র ছিল বেশ
পয়তাল্লিশ মিনিটেই পাঠদান করিয়া শেষ
নিরেনের সনে ওই মলের সামনে
কিংবা ষ্টেশনের টঙ্গে
চুমুকে চুমুকে চা পানের ছলে
কত আড্ডা জমিত দুজনের তরে


নিরেশ বেটা তামুক খাইত বেজায়
কত তারে নিষেধ করিতাম
কত খাওয়াইতাম মাথা
বেটা বেশ তেরা স্বভাবের
শুনিত না কোন কথা


কিন্তু এই তেরার বুকেও
মন ছিল এক
মনে ছিল রাজকন্যা


ভাল সে বাসিত কুহেলিরে
সেই হাইস্কুলের শুরুতে
যে বেটা এত উচ্চাভাষী
বেড়াল কুহেলির তরে


হাসি ঠাট্টায় গল্প রচিত
বন্ধু মহলের সবাই
দিন দিনে কুহেলি
এ কথা জানিও না জানি
দূরে থেকে সম্পর্কছেদে
পরিণয় না রচিতে চায়


কিন্তু কুহেলী
জানে না সে বুলি
বন্ধন রচে একমাত্র বিধি


কোন এক ছলে
আমি অভাগা টঙ্কেশের বলে
মিলিল কপোত জোড়া
আপনার ভালবাসার ডোরে


ভালবাসা চলে স্বপ্ন তরী বেয়ে
বন্ধুত্ব অটুট হয় সেই স্বপ্ন নীড়ে
কতবার যে নিরেন সাজি
কুহেলিরে প্রেমের বুলি সাধি
মনে উদয়ে হাসি পায় ভারি
যদিও কুহেলী বুজিত সহসা করি


একদিন হঠাৎ কি যেন হল
নিরেন মোরে কি সব বলে গেল
আমিও অভিমানী
মিথ্যা অভিযোগ না মানিতে পারি
সেদিন শপথ মনে আটি ভারি
না থামিব আমি চলিব পথে একা


ভ্রাতৃরূপে যারে করিছিনু ধ্যান
আজ হতে সে দূর সহস্র যোজন পার
কুহেলিকে সেদিন সুধালাম
সখী প্রণয়ে আশিষ সদা বিদ্যমান
কিন্তু মোর অস্তিত্ব না হবে বর্তমান


বিধাতাও বুজি শুনিয়া মারিল সিল
না ছিলাম সে প্রণয়ের ক্ষনে
শতমাইল এই  শহর হতে দূর


কুহেলী নিমন্ত্রনে না ভুলিল বটে
ভুলিল মোর নিরেন
একটিবারো না কহিল স্বন্দেশ
বিয়েতে আসিবি টঙ্কেশ


তাদের বিয়েতে যদি কেউ
তাহাদের চেয়ে হয় খুশি
সে আমি অভাগা
একমাত্র টঙ্কেশ জানি


আজো সেই নিরেন আছে
আছে হতভাগা টঙ্কেশ
জীবন নিয়ে ব্যস্ত দুজন
নেই কোন আক্রোশ


আজো সভাতে উপস্থিত তারা
আছে সেই তিন জন
কুহেলি সুধালো
কিরে বন্ধু বল আছিস কেমন


নিরেন টঙ্কেশ মৌনই ছিল
দৃষ্টি মেলানো মানা
ভ্রাতৃসম বন্ধুত্ব আজ
বিনাকারনে ফানা ফানা


ভাল কামনা আজীবন রবে
ভাল থাকিস নিরেন
কুহেলীও ভাল থাকিস
ভাল জানিস টঙ্কেশ।