ওই হরিনি চোখে
আজ কি কাজল একেছিলে!
ওই দীঘল চুলে
মনের ভুলে কি মালতি গেঁথেছিলে!


হৃদয়ের আবেগে, কণ্ঠের দ্যূতিতে
আনমনে ক্ষণে বসে জানালার কোনে
গুনগুন কোন প্রিয় সুরে
আমায় ভেবে কোন গীত কি গেয়েছিলে!


নিরুপমা তুমি কি
সাজের ওই পাখিদের ফেরা দেখেছিলে!
আমার তরে, একেলা ঘরে
ওই পথপানে চেয়ে উৎসুক নয়নে
অপেক্ষার তিক্ত প্রহর গুনেছিলে!


একাকী দুপুরে, শয্যায় আহরনে
যখনি ক্লান্তি তব আচ্ছাদনে
আমারি তরে কি ওহে রাণী
কেপে উঠেছিল তব ওষ্ঠখানি!


কামুকের ভারে, চুম্বনের তরে
তব দেহ মন্দিরে পূজারী হওয়ার
কোন বাসনা চেতনা লয়ে
ওগো নন্দিনি আমায় কি ডেকেছিলে!


বারংবার মোরা কপোতজোড়া
আপনাতে আপনা আত্মহারা
আজীবন পিরিতের ঝর্ণাধারা
বহে যেন সখী হয়ে সহস্রধারা।