ওহে সমুদ্রের ঢেউ,
পথ চেয়ে আছে কি কেউ?
খানিক এসে যাও ফিরে
কোথা যাও কোন সে নীরে!


আমি একা উদাস মনে
দরিয়া পানে হয়ে আনমনে
ভাবি নিরালায় ঢেউয়ের ইসারায়
কতক কিছু রেখেছ লুকায়
তোমার গভীর বক্ষ মায়ায়।


তোমার কাছে শিক্ষা লয়ে
রাখিব ধারিয়া এই বক্ষ মাঝে
শত সুখ হাজার বেদনা
হাসি ঢেউয়ে উদ্বেলিত করে
থাকিব সদা সবার মাঝে।