এইতো সেদিন আগে
বাবা তোমার কোলেতে চেপে
ষষ্ট মাসেতে মুখে খেয়েছিনু
অন্ন প্রথম- যাকে বলে অন্নপ্রাশন


চোখের পলকে বাবা দ্রুত
সময় বয়ে গেল কত
আজ আমিও হয়েছি বাবা


আজ বাবুর ষষ্ট মাস হল
দেখো বাবা নাতী তোমার
নিষ্পাপ হাসিতে ছল ছল


আজ সময় হল বাবা
তাকে অন্নস্বাদ দান করা
আজ বাচা মোর দাদুর হাতে
গ্রহিবে অন্ন প্রথম পরিসরে


হে দয়াময় হে স্রষ্টা
আমার রিজিক দাও তারে
কবু না যেন হয় সে অন্নকষ্টা


মোর প্রানেরি টুকরা যাদু
অন্ন মুখে তুলে দেয় দাদু
আপন কোলেতে আপন ছোয়ায়
মুকুটটাও যেন রাজকীয় শোভা পায়


কত শত মসকরা করে দাদু
বাপধন মোর তাতে হেসে চলে শুধু
আজ গোপালের সামনে যাদু
অন্নপ্রাশনে সপিলাম দুধভাত আর মধু


আজিকের দিনে আখি ভরে উঠে
আনন্দ অশ্রু ঝড়িয়া পরে
আশিষ কামনা সকলির ত্বরে
দীর্ঘায়ুতে যেন সে ধরাতে ফিরে।।