আজ ফাগুনের বসন্ত বেলায়
কালবৈশাখীর নৃত্যর ছায়ায়
দখিনা বাতাশ মেঘলা আকাশ
যেন কোন বারতা দিয়ে যেতে চায়


সে যেন লোহিত আভায় জান্তা
ধরপর ধরপর প্রতি কান্তা
মনের মাঝে তুফানসম বেগ
জলোচ্ছাসে ভাসে আবেগ


জেনেও তুমি না জানার ছলে
ভালবাসা ওই দূরে হেলায় ঠেলে
রঙীন স্বপ্নের মিথ্যা জাল বুনে
চলিছ ভ্রমে অচীন সংসার পানে


একদিন তুমি থামিবে নিশ্চয়
ফিরিয়া বারেক খুজিবে আশ্রয়
সহসা মোর দেখা নাহি হবে
আজিকের কথা সেদিন
অবশ্যই গোচর হবে


কিছুটা বিলম্ব যদিও বা হয়
অধমেরে সেদিনো বোধয়
তব সম্মুখে উদয় পাইবে
ভালবাসার এই মোর অভিপ্রায় রবে।