পহেলা মে এলেই কি তবে
সবার মাঝে এত স্পৃহা জাগে?
সারা বছর তাদের উপর
কেন তবে এত নির্যাতন চলে?


শ্রম দিবস এলো বলেই কি
এত আয়োজন আর মুখে বুলি?
তাদের রক্ত পানি করা ঘাম
দিয়েছো কি কর্তারা তার ন্যায্য দাম?


মে দিবস এলেই কত আয়োজন সাজে,
পা চাটা দালাল যত রাজনৈতিক ফায়দা লুটে।
বাকি দিনগুলো ওরে পিশাচ দেখিস কি ফিরে
একবার উকি দিয়ে তাদের ভাঙা ঘরটির পানে?


ধনী মালিক কর্তাদের মত
তারা কখনো চায়না যত পায় তত।
শুধু ন্যায্য মজুরির দাবি তাদের
তবুও তা জোটে না ওদের।


আজ মে দিবসের এই হোক শপথ
শ্রমিক নয় তারা উন্নয়নের অংশীদার।
তাদের ন্যায্য পাওনা দান নয় কভু
এটা তাদের প্রাপ্য অধিকার।