আজ যখন পেছন ফিরে তাকাই
জীবনের ভুলগুলো করুণ চোখে চায়
ভবিষ্যৎ আমায় হাতছানি দিয়ে ডাকে
কিন্তু অনিশ্চয়তা সেখানে অট্টহাসি দেয়


জীবনের আত্মবিশ্বাস আমাকে প্রেরণা জোগায়
কিন্তু সময় দ্রুত বেগে পালায়
যখনি আলোর ফুল্কি উঠে
হঠাৎ ঝড় হাওয়া তা নিভিয়ে দেয়


তবু আমি থামব না
পেছন ফিরে ভাবব না
সামনে সুদিন দেখছি ওই
আমি দমার পাত্র নই।