নীল দিগন্তের পরে
যদি কোন দিগারম্ভ থাকে,
মনে রেখ নিরুপমা-
সে প্রারম্ভ তোমাতে আমাতে সমা।


শত দ্বিধা তুচ্ছ সমাজ ছাই
সহস্র কান্না মনের লুকিয়ে মায়াই,
না, সেথা তা হবে না
রবে না বাধা প্রেমের শুভ্র কায়াই।


তোমার বক্ষে মস্তক শোয়ায়ে
হে প্রিয়া স্বপনের অচীনে হারায়ে,
নয়ন রাখিয়া তোমারি নয়নে
কাব্য রচিব প্রেমাতুর মননে।


তোমার ওষ্টযুগল উঠিবে কাপিয়া
আমার ঠোটের ছোয়া লাগিয়া,
দেহ মন্দিরে কামনা পূজাতে
মিশিব মোরা আপন আপনাতে।


একটি বৃন্তের ফুল হব মোরা,
এ যেন প্রেমের কপোত জোড়া।
এ জীবন না হয় অপেক্ষাতেই থাক,
মেনেতো নিয়েছি জন্মান্তরবাদ।


ওই ফাগুনের আগমন শুনি
তোমারি নুপুরে ছন্দে ধ্বনি।
কন্ঠে কোকিলের সুর বেজে উঠে
আমিও সখি রইব তব প্রতীক্ষাতে।