কংক্রিটের শরীরে বেঁধেছে বাসা পাথরের হৃদয়
সেখানে প্রমহীন অন্তরে কি ভালবাসার স্হান হয়?


হাজার ভাবি পথে পথে ঘুরি আসিলাম আমি ফিরি
দূরপানে দেখি প্রস্থ বক্ষে অচীন বুনো ফুল উঠে হাসি।


বুজিলাম রবি আলোক মিলিলে কার্বন সনে
প্রেমহীন পাথরেও ফুটে ফুল কত বাহারি সাঁজে।


চান্ডালের ও মন থাকে, প্রেম থাকে তার অন্তরে
কবিরাও পিশাচ হয়, নিরব ঘাতের অভিসারে


আসল মিলন আপন মাঝে সুপ্ত হয়ে বসত করে
খোঁজ মেলেনা খুঁজি তারে এপার অপার সব পাথারে


প্রেমের বসত সব হৃদয়ে ছন্দ রঙে খেলা করে
তেমন শিল্পী পেলেই তবে সুর তালে তা ছড়িয়ে পরে।