রাত্রি জেগে সে লুকোচুরি কথা
মনে আছে নাকি ভুলে গেছ পুষ্পিতা?
পৃথিবী তোমাকে জানত অন্য কথা
আমিই একজন ডাকতাম সেই নাম-পুষ্পিতা।


শত কাজ, কত শত ব্যস্ততা
তবুও খুজে নিতো যে, সে কি আজকের তুমি- পুষ্পিতা?
শত সমাজ, নিয়ম আর ভয় পেছন ফেলে,
ছুটে আসত যে আমার কাছে।


সেই আবেগ আর সেই রিক্ততা
সে কি তুমি আজো ধারন কর-পুষ্পিতা?
আজো আমি আছি চেয়ে তুমি কি জান তা
ফিরে এস প্রিয়া মোর, ফিরে এস পুষ্পিতা।