তুমি বলেছিলে হাত ধরে
কবি চল যাই ঐ নদী ধরে,
পাশে কাশবন রেখে
ছোট ডিঙাই চড়ে
অচীন পুরের দেশে।


আমি বলেছিলেম তোমায়
ওহে নন্দিনী হৃদয়ের বন্দিনী,
সেতো আমি রোজ ঘুরে আসি
কল্পনায় ছন্দ তুলে-
যেথা সাদকালো কাব্য রচে।


তখন তুমি বললে,
তবে চল ঐ মেঘেদের দেশে
যেথাই কাজল রেখা
আপন মনে খেলা করে।


আমি হেসে বললেম তোমায়,
ওরে পাগলী তোমায় সুদায়
মেঘ মজেছে বৃষ্টি ঘিরে
রাখিব কেবা তোমায়
ওই মেঘের নীরে।


একটু ভেবে খানিক বাদে
বললে আবার কি যেন ভেবে,
তবে চল নিয়ে দূরের ঠিকানা পানে।


আমি বলিলাম শোন ওহে প্রাণ,
কেন যাবে দূরে এই হরিৎ দৃশ্য ছেড়ে?
তোমাকে গড়েছি আমার তরে
রবে মোর মাঝে চিরদিনের পরে।