সময়ের সাথে পথ মিলিল না
উড়িল না স্বপ্ন দিগন্তের বুকে
মন যেথায় চেয়েছিল যেতে
সেথায় বুজি আর যাওয়া হল না।


উদাসী দুপুর কিংবা একাকী সন্ধ্যায়
চায়ের কাপের বাস্প গন্ধে
কোন এক উষ্ণ অনুভূতি খুজে যাই।


মনে রাখার সেই দিনগুলিপানে চেয়ে
মনের অজান্তে ঠোটে মলীন হাসি ফোটে
পরক্ষণে নেত্রকোনে হঠাৎ অশ্রুকণা জমে।


ভাবনার ডাল পালা ছড়িয়ে-
মেঘের ভেলায় কোন কল্প রাজ্যের খোজে
যাত্রা রচনা করি স্বপ্নের ঘোর টেনে


জানি সবি মিথ্যা সান্তনা
তবু ক্ষতি কি এই ছলে,
প্রতি ক্ষণে তোমাকে ভেবে চলি
মনে রাখি আজীবনের তরে।