সে চোখের প্রথম দৃষ্টিপাত
আর পাগল করা হাসি,
অবেগের পথ চলা আর
সেই মিষ্টি লুকোচুরি।


আরচোখের সে খুনসুটি,
সারা পৃথিবীকে ফাকি দিয়ে
ভালবাসি কথাটা খুব কমই হয়েছে বলা।


সম্মুখপানে তোমার সেকি লজ্জা
থামেনি কবু ভালবাসার ঝর্নাধারা।
কখনো মনে হয়নি মোরা পর
আজো রয়েছি মোরা একে অন্যের।


তবে আজ যেন এক দ্বিধার প্রাচীর
আমাদের মাঝে যেন এক অজানা চির।
চুলায় যাক সে সমাজ চুলোয় সে ভাল,
যা ভালবাসাকে মৃত্যু দেয়
আর হিংসাকে দেয় চুম্বন।


বসে থাক তুমি সে সমাজ নিয়ে
তারি সাথে বসে কর ক্রন্দন।
চললাম আমি অচীন দেশে
যদি পারি ফিরব বিজয়ীর বেশে।
ভালবাসা সে মহান শক্তি
যে ভীরুকেও করে তোলে মহারথী।