সূর্যের তাপে যেমন
ওই জল হয় বাষ্প
আবার সে বাষ্প পুঞ্জিভূত হয়ে  মেঘ
মেঘ পরে সৃষ্টি করে অঝোর ধারায় বৃষ্টি।
তোমার দেয়া কষ্ট তেমন
আমার কথাগুলোকে করে বাচনহীন।


সেই নীরব কথা গুলো পুঞ্জিভূত হয় মনে।
খুব ইচ্ছে হয় সে কথাগুলোর
কথাধারা হয়ে ঝরে পরতে।


বারে বারে পরে মোর মনে
সেদিনগুলো সে সময় ক্ষেপনে,
সময় বয়ে যেত তবু যেন
কেন সব কথা রয়ে যেত।


পুরোনো সব কথা প্রতিদিনি
নবরুপে যেন নতুন মনে হত।


আজ কথা নেই
নেই সেই স্বপ্ন চয়ন।
সে রাত্রি আছে
নেই নিদ্রা শুধু অকারন শয়ন।


তুমি সামলে নিয়েছ নিজেকে
সামলাতে পারিনি আমি।
জীবনকে নতুন করে লিখেছ
নতুন লেখার পাতা আমি পাইনি।