তপ্ত তিথির শরত শিশির
হিরক চমক ঘ্রাস্য মিহির।
সূর্যদেবের রশ্মি বিকির
শিউলি সুভাস বিকোয় অধির।


হে মাতা তোর আগমনের
বার্তা রচে লোক গগনে।
আকুল হৃদয় ব্যাকূল সুরে
আরাধনায় উঠে মজে।


শারদ পূজোর অকাল বোধন
মাতা তোর তরে নব জাগরন।
রাবণ বধে পূজে তোকে
রাম করিল নতুন সাজে।


মাতৃ রূপে বিরাজিলি
সন্তানে তোর মন মজালি।
সারা ধরা মঙ্গলে মা
আশু মাগি চরণ তথা।