শতাব্দি বেশ আছ তুমি-
নিরবতাতে বিন্দাস তোমার অবস্থান।
একটুও কষ্ট নেই তোমার হিয়াতে,
একবারো ফিরছ না পানে।


জানো যেদিন তোমাতে বিদায় দিয়ে এনু
আঁখিকোণে জল জমেছিল অকারনে।
তাই বিদায় বেলায় তোমার পানে ফিরিনি
চাইনি আরো বিষাদে ভাসুক হৃদয়।


সেইবার প্রথম বুজেছিনু
ভালবাসার হাহাকার কাকে বলে!
বার বার মনে দাগা দিয়ে যায়
যা দিব প্রতিজ্ঞা ছিল সেথায় হলেম ব্যর্থ।


না শতাব্দি ভুল বুঝোনা-
হয়ত নাথ বামে ছিল!
তিনিই চাননি সে দান
গৃহীত হোক তব মাঝে।


একটি অনুনয় ছিল প্রিয়া-
না সে আমার তরে নহে
নহে কারো এই বিশ্বসংসারে।


সে শুধু তোমারি ত্বরে
তোমারি আগামী হরে।
ভুল বুঝে আমাতে তুমি
তাই মৌনব্রত পালনে রত।


আমি বা কেন ভাঙ্গাব সে ব্রত
যতই বাড়ুক হৃদয়ে ক্ষত।
শুধু জেনো কবু পথ চেয়ে
কোন পথিক আজো আছে বসে।


হৃদয় দুয়ার খোলা রেখে
তোমার প্রতীক্ষায় দিন গুনে,
রক্ষে মোর অনুনয় এস ফিরে
ভালবাসি তোরে এই হৃদয় জুড়ে।