ভোরের কুয়াশা আর শিশির ভেজা ঘাস
কনকনে ঠান্ডার শীতল আবেশ
অনুভুতি প্রকাশের ভাষা নিরুদ্দেশ।


তোমার স্নিগ্ধতা আর তোমার সতেজতা
চল বসন্ত আনি কাটিয়ে জড়তা।


প্রকৃতিকে চল সাজাই নব সাজে
পত্রপল্লবে জাগাই সকল তরুরাজি
ভালবাসাই চল জড়াই হয়ে মাখামাখি।


হে প্রিয়া তব চিত্তহরিনী চোখের দৃষ্টি
আমার হৃদয় তোলপার করে
আবেগী মনে যেন ঝড়ে পরে
অকাল আধারী বৃষ্টি।


তুমি যেন সেই মহান সৃষ্টি
আপন হাতে গড়ে হয়ত
তিনিও চেয়ে থেকেছেন
অবাক হয়ে অপলক দৃষ্টি।