শরতের সুনীল আকাশ
তাতে শুভ্র মেঘের ভেলা
নদীর ধারে সাদা কাশফুল
আমি তুমি আর এই বিকেল বেলা


উজানী নদীর যেন যৌবন উচ্ছলায়
ঢেউয়ে ঢেউয়ে সে জানান দেয়
কবিতারা ছন্দ তুলে
তুমি পাশে আছ বলে


বাতশে তোমার উড়াল চুল
কবিরাও মেঘ ভেবে করবে ভুল
আমার হৃদয় করে ব্যকুল
পায়েল পরা পায়ে চলেছ কোনকুল


ভালবাসা অসংজ্ঞায়িত
নাহলে তুমিই হতে তার প্রথম আকুল।