আমি চির অপেক্ষায় থেকেছি
তব কন্ঠ হতে কোন পূর্ণিমা রাতে
কলকল শব্দে বয়ে যাওয়া নদী
চাঁদের রূপালী আলোয় চিক চিক ঢেউয়ের সুরে
হঠাৎ আনমনে গুনগুনিয়ে গীত উঠবে বেজে।


আমি সদা সুদূর পানে তাকিয়ে থেকেছি
তব পদডংকা কানে বেজে উঠবে
শত নিস্তব্ধ নীরবতা ভেদ করে
কোন তিমির রাত্রির শেষ প্রহরে।


আমি তীব্র অশ্রু ধারায় বয়ে যেতে চেয়েছি
যেথা শত বছরের জমানো কষ্ট বাধ ভেঙ্গে ভাসবে।
দু:খরা সাতরে কান্নার চ্যানেল পারি দিবে
কোন সুখ দানের অব্যার্থ প্রচেষ্টায়।


আজ স্মৃতির আঙ্গীনায় দাড়িয়ে আমি ভাবছি,
চেয়েছি হাজারো ফিরে আসার বাহানা
কিংবা ফিরিয়ে আনার শত মিথ্যে বাসনা।
যেথা বারংবার ছিল নিগ্রহের নূর বাস্তবতা
ছিল অনারম্বর সব প্রত্যাখ্যাত বারতা।


আজ তবুও আমি চির প্রতিশ্রুত মানুষ
যে হাজারো প্রতিশ্রুতির করুণ মৃত্যুর সাক্ষ্মী।
বয়ে চলা বার্ধ্যকের নীরব দর্শক
স্মৃতিময় কান্নার অবিরত ময়ুরাক্ষ্মী।