আমি সেই স্বপ্নটা দেখতে চেয়েছিলাম
যেখানে ভোরের শিশিরে পা ভেজানো ঘাসে
আমার হাতে তোমার হাত চেপে
হেটে যাব মুখে ধোয়া উঠা শীতে
কোন অজানা প্রেমময় কোন পানে


আমি সেই ভাবনাটা ভাবতে চেয়েছিলাম
যেথায় তুমি আমি খুনসুটিতে মেতে
হঠাৎ অভিমানের নকশি বুনে
আবার মান ভাঙ্গানোর খেলায় মত্ত


আমি সেই কল্পনায় হারাতে চেয়েছিলাম
যেথায় অবসর বিকেলে চায়ের চুমুকে
বাগান বিলাসী হয়ে পুস্পাঘ্রানে মাতোয়ারা


কিন্তু আজ আমি সেই বাস্তবতায় বসে আছি
যেখানে স্বপ্ন মানেই স্মৃতি
ভাবনা মানেই বেদনা
আর কল্পনা হল কান্না
সব ভালোর মাঝে ভালবাসাটাই হল না।