প্রিয়া, এমন শ্রাবণ দিনে
মুষলধারা ঝরিছে দেখ
যেন বিরাম নাহি তার


আজিকে দেখ নতুন আভা
লাগিছে দোলা হিয়া শোভা
আজ মেঘেদের ভগ্নদশা
বর্ষন তার শেষ পিয়াসা


আজ তটেরা আপন ভুলে
স্নাতোতসবে উঠে মেতে
পাতা হরিত রূপে সাজে
কদম হাসে গাছের ডালে


এই আবেগ ভরা বর্ষা দিনে
তোমার তরে হৃদ স্পন্দনে
ভালবাসার জোয়ার ফুসে
ভাবছি একা তোমায় বসে।