তুমি আকাশ দেখে বলেছিলে
নিঝুম, আমাকে একচিলতে নীল এনে দিতে পার


যে নীলে নীলাব সাজে আমি সাজব


ওই নীলের শাড়ি, নীল চুরি আর নীল টিপ
আমাকে কত অপরূপটাই না লাগবে
বলতে বলতে হেসে হতে খুন
আমি অভাগা দেখেই হতেম গুম


খানিকবাদে বলতে শুধু নীল নয়
একচিলতে কালো মেঘও এনে দিও


ওই মেঘ দিয়ে আমি কাজল পরব


আমার মেঘ কাজল আখিঁ জোড়া
সেজে রবে তোমার জন্য- শুধু তোমারি জন্য


ফের কি ভেবে যেন আবার বলতে
নীল কালোতে আমার শুভ্রকে ভুলো না
খানিক সাদা মেঘও নিয়ে এস বইকি


খোপাতে শুভ্র মেঘ পরে যখন দাড়াব
চোখ ফেরাতে পারবে না বলে দিলুম


আজ স্নিগ্ধা চেয়ে দেখ
ওই আকাশ আর তার সবি
নীল কালো সাদা মেঘ
একই ভাবে ভেসে বেড়ায়


কিন্তু সে মেঘ ধরে আনার
বাইনা করার তুমি আজ নেই
চলে গেছ দূরে
হয়ত কাছে থেকেও দূরে


জানি ফিরবে না
হয়ত স্মৃতি আঁকড়ে রবে
ওই মেঘের মত চিরকাল অধরা হয়ে
এই মনের আকাশে আজীবন ভেসে বেড়াবে।