তুমি কি জেগেছ আজ ভোরে?
দেখেছ কি প্রকৃতি
মোরা কুয়াশার চাদরে!


পৌষের হিমেল হাওয়া
ভীরু আড়মোরা পাতা,
সবি যেন সতেজ হঠাৎ
খুশিতে আত্মহারা।


আজ পাখিদের কন্ঠে
বসন্ত গীত বাজে,
ওই দেখ গাছেতে
ফুলে ফুলে সাঁজে।


একবারো কি ভাবনি
তাদের প্রশ্ন করনি?
কেন সবি আজ নতুন ভারি
কেনই বা সব উচ্ছাসে উঠে নাচি।


শুন শুন আজ বলি বারতা,
কানে পেতে নয়
মন দিয়ে শুন প্রিয় পুস্পিতা।


আজিকার দিনে
কোন একক ক্ষনে,
এসেছিলে তুমি
এই ধরনীর পরে।


আজি এই দিনে
তোমায় পরে মোর মনে।
আজ দুজন দুজনের পথে
মনের মিলন ভাঙ্গিতে কে পারে।

শুভকামনা চিরদিনের তরে
বারে বারে এই দিন আসুক ফিরে।
শুভেচ্ছা রইল ভালবাসা ভরে
রঙীন হোক জীবন রাঙানো সুরে।