ঘুম ভেঙ্গে কোন এক শুভ্র সকালে,
যদি দেখি থেমে গেছে মহামারি,
থেমে গেছে ভাইরাস আক্রান্ত আর মৃত্যুর মিছিল,
তবে জানো কি, অবাক হব না এতটুকু।


হঠাৎ যদি কোন নিকোশ আধারে,
সমুদ্র জল উঠে আসে ডাঙায়,
অথবা সুনামি আছড়ে পড়ে মূহুর্ত থাবায়,
তবে জেনে রেখো, ঘাবরাব না এতটুকু।


আবার যদি দেখি কোন শীত মৌসুমে,
বাগানে বসন্ত ফুল আর কোকিলের কুহু,
কিংবা সতেজ সবুজে সাজানো উদ্যান,
উচ্ছাসিত হয়ে লুটোপুটি খাব না এতটুকু।


এমন যদি হয়, সম্মুখে এসে দাড়ায় মহাপ্রলয়,
সময় হয় হিসেবের, ও পরম করুনাময়!
পাপ পূন্যর কিতাব খোলা হয় সামনে,
অপ্রস্তুত রব না এতটুকু।


যা কিছু দান তব হে স্রষ্টা,
লীলা তব সকল সঠিক কিংবা ভ্রষ্টা।
যা কিছু পাব তাহা গ্রহন করিয়া লব,
তব হতে উৎপত্তি মম, তব মাঝে হারাব।