আমি আজি রাজি হে সখী
সকলি হারাতে তোমার লাগি
বিবাগী হেতু কিসেতে মজি
নিজেরে নিজে খুঁজিয়া ফিরি


তব অবহেলা সাথে মিছে মায়া
অযাচিত বকি কি যেন কায়া
কি হেতু ফিরি তোমাতে ঘুরিয়া
কিসে আশা বাধি কাহাতে ধরিয়া


তুমিতো রয়েছ আপনায় মগ্ন
মজিছ কোথা রচিছ কাব্য
আলেয়ার মায়ায় পরিছ ঢলিয়া
আলোকে ঠেলিছ অধরা ভাবিয়া


যদি তুমি সুখী দূরেতে থাকিয়া
বাধিব না ঘর বাহুতে ডোরিয়া
দেখিব না খোয়াব আপন করিয়া
চলিব না পথ খোঁড়াইয়া খোঁড়াইয়া


তোমাতে সপিতে এ হৃদয় রাঙিতে
মোর হিয়া খানি তোমাতে হারাতে
এখনো আশায় ক্ষন গুনিতে গুনিতে
জানিনা আসিবে কি হৃদয় মাঝেতে।।।