ভালবাসা হয়েছে অনেক আগে,
দুজন দুজনাতে মিশেছি যেন
দুরন্ত নদী সমুদ্রে মেশে যেমনে।


প্রতিক্ষন মূহুর্ত, দূরে থেকেও যেন নেই দূরত্ব।
আবেগের কথা মনের বাসনা
সব কিছু যেন দুজনাতে পরিব্যাক্ত।


এত কথা আর এত এত প্রকাশ,
তবুও যেন কেন হেন খুজে ফিরি নির্যাশ।
খোঁজার ঠেকায় একই কথা,
মনে হয় যেন এইতো প্রথম শোনা।


কখনোই চাওয়ার ছিল না তোমার কভু,
একদিন হঠাৎ বললে চাইলে কিছু দিবে আমায় বাবু?
বললেম হেসে সবি তো তোমার হাত বাড়ালেই পাবে।
অবাক করে বললে তবে কাজকে দিয়ে ছুটি,
আমার জন্য লিখতে বস আবেগ ভরা চিঠি।
তোমার মুখে আমার তরে যতেক আছে কথা,
সেগুলো আজ তুলে ধর নিয়ে কলম খাতা।


আকাশ আমার মাথায় পড়ল একি হল চাওয়া?
উপহার কি চায় বল ফেলে এসব দাওয়া।
নাছড়বান্দা দিতেই হবে চাই না কিছু আর,
মাথাই তাহার ভূত চেপেছে আমার চিঠি পড়ার।


আমি মশাই বেজায় পটু বাকে আর ভাবে,
চিঠি লেখার ক্ষেত্র আমার সদা লেজেগোবরে।
তবুও কি ছাই পাশ তার লিখলাম পালা করে,
প্রতিদিনই একটি চিঠি লিখতাম আপন মনে।
কাব্য ভাষায় না হলেও আবেগ মাখা ছিল,
জানি না সেই চিঠি গুলো কেমন জায়গা পেল।


উত্তর তার পাইনি কভু পাওয়ার ইচ্ছে ছিল,
হঠাৎ করেই চিঠি লেখা আপনি থেমে গেল।
তোমায় লেখা চিঠি গুলো যত্নে তুলে রেখ
গোলাপের ওই পাপড়িগুলোর আবেশ তাতে মেখো।