আমার সেই কবিতাগুলো
তোলা রইল তোমার জন্য।
গুনগুনিয়ে তোলা সেই সুর
যতনে রইল তোমার জন্য।


মেঘেদের মাঝে বৃষ্টি
জমা রইল তোমার জন্য।
বাগানের ফোটা সব ফুল
ফুটে রইল তোমার জন্য।


দখিনা হাওয়ার শীতল পরশ
থেমে রইল তোমার জন্য।
নদীর বয়ে চলা ঢেউ
স্থির রইল শুধু তোমার জন্য।


পাখিদের কলতান সুমধুর গান
নিশ্চুপ রইল তোমার জন্য।
পাহাড়ী ঝর্ণার ঝরে পড়া বেগ
স্থম্বিত রইল তোমার জন্য।


আজ পৃথিবী স্থির হয়ে আছে,
সব কিছু যেন থমকে আছে।
অধীর অপেক্ষায় সবাই রয়েছে বসে
শুধু তুমি আসবে বলে।