এখনো বেশ রেগেই আছ দেখছি-
একটুও মান ভাঙ্গেনি?
নাকি দূরে সরে যেতে চাইছ
আমার প্রাণের পাখি শতাব্দি।


সেদিন বলেছিলে কাল স্নানে
দেখো মুছে নেব তোমার নামের সিধুর।
আমি বলেছিলেম শুনো মোর প্রিয়া
মৃত্যুই কেবল পারে করিতে এমনি ক্রিয়া।


আরো বলেছিলে তুমি পাবে নাকো দর্শন
মোরে আজি থেকে আর জনম ভরে।
আমি শুধু বলেছিলেম
আসে নি এমন নিয়ম আজো এই ধরার পরে।


কতশত অনুনয় তুমি তুচ্ছে ঠেলিলে পাশে
কঠিন শর্তের মায়াজালে বাধিলে কশাজালে।
বলিবে না কথা দিয়ে মোরে ব্যথা
দিলে আমারে দিব্বি।


তাহলেই কেবল রাখিবে মোর কথা
জানালে মায়ার ছলে।
এই শর্তের চেয়ে যদি দিতে সখি
আপনারে করিতে আঘাত
হাসিমুখে তব স্বাদ পুরাতে
মানিয়া লইতাম একহাত।


আজ আবারো ফিরি
এই কোজগরি ক্ষনে
এস মোর লক্ষ্মী
মোর জীবন আধারি।