চেয়ে দেখ ওই পূর্নিমা চাঁদ
উজ্জ্বল ভারি জোছনা রাত
আজ তুমি ক্লান্ত ভিষন
উপবাসে সেবিছ ওই নাথের চরণ


আজ তুমি অভিমানি
সুধাবে কি মোর অপরাধখানি
তোমারি অনুভূতিতে সদা চাই মিশিতে
তাইতো জিজ্ঞাসী তোমাকে প্রভাত নিশিতে


তোমারি অপেক্ষায় দিন গুনে যাই
তোমাতেই এই মন হারাতে চাই
তোমারি সুরেতে গীত রচিয়া
গাহিতে চায় সে গান তোমারে মিলিয়া


একি! তুমি চিন্তিত দিধাগ্রস্ত
ভাবিছ কি প্রথা কিংবা মিথ্যা প্রস্থ
ভুলে যাও সে রীতি ভেঙ্গে কর পার
চিত্তরে চমৎকৃত করিতে হবে সার


তুমি এখনো ভাবিছ - সমুচিন খুজিছ
দেখানো লোকাচার নাকি মনেরি খোরাক
শুনো মোর সখী - তোমাকে বলি
তোমাতেই করি পাথার


এই মনের মাঝেই ঈশ্বর থাকেন
মনটাই চির সত্য
মন্দির এই মনটা মাঝে
প্রেমই হল চরম অমৃত্য


সকল দ্বিধা দূরপানে ঠেলে
চল সখী আজ নব দূয়ারে
নতুন পৃথিবী রচি মোরা
প্রেমের মাঝেই আত্মহারা।