জোনাকি জ্বলা রাত
কিংবা পাখি ডাকা প্রভাত
রংধনু রাঙানো আকাশ
ফুলের সৌরভে ভরা বাতাস।


পাহাড়ের ঢাল চুয়ে ঝর্না
কিংবা হোক না পাগলাটে বন্যা
উদাস মনের ক্লান্ত দুপুর
অথবা বৃষ্টি টাপুর টুপুর।


দূর আকাশের তারা
বুড়ির চাঁদে কাঁথা বুনা
কিংবা বয়ে চলা নদী
হতে সাগরের সারথি।


যেখানে মোর আখি জোড়া চায়
বারে বারে যেন শুধু তোমাকেই খুজে পায়
তুমি নয়কো দূর বহুদূরে
যা কিছু সুন্দর তাতে পরমে আছ মিশে।।