গ্রীষ্মের তীব্র দাহ যেমন বৃষ্টিকে ডাকে
তপ্ত মাটি ফেটে চৌচির হয় ধারার অপেক্ষায়,
ক্লান্ত দুপুরের শ্রান্ত কৃষান গা এলিয়ে দেয় ছাঁয়ায়।


হঠাৎ কালবৈশাখীর তান্ডব লীলা
সব পুরোনো ভেঙ্গে দেয়ার খেলা
বৃষ্টির সাথে প্রকৃতি, ও সে কি মাখামাখি!


তীব্র দাহ অনায়াসে বিলীন
এ যেন যুগল মিলনের দিন
এস প্রিয়া জীবনে আবার কালবৈশাখী হয়ে
ভেঙ্গে সব জড়তা চল মিলি সেই প্রেমের আলিঙ্গনে।


সবুজ প্রকৃতির মত চির সজীব হয়ে
আমি তুমি চল যাই হারিয়ে-


উড়িয়ে দিয়ে সব দ্বিধা-
চল উড়ে যাই সেথা,
যেখানে স্বর্গ আমাদের, ভালবাসা ধর্ম
তুমি আমি পাশাপাশি সদা জাগ্রত।